যখন আপনি পুজো করছেন, ঠিক সেই সময়ে কোনও মহিলা বিশেষ করে সধবা স্ত্রী আসে তাহলে সেটা খুবই শুভ সঙ্কেত বলে মান্য করা হয়৷ আপনি পুজোর পরে সেই অথিতিকে জলখাবার অবশ্যই দেবেন৷ যদি সন্ধ্যাবেলায় পুজোর সময় কোনও সধবা স্ত্রী আসেন তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যজনক৷ আপনি ধরে নিতে পারেন যে, আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়েছে৷ এই সময় আপনি সেই অথিতিকে মিষ্টি অবশ্যই খাওয়ান ও সম্ভব হলে কিছু উপহার তাকে দিয়ে দিন৷
আপনি যখনই কোনও বিশেষ কাজে বাইরে যাবেন তখন চেষ্টা করুন যে আপনার নাকের নিঃশ্বাস যে দিকে চলবে ঠিক সেই দিকের পা প্রথম বাইরে রাখবেন৷ আপনার কাজ সফল হতে থাকবে৷
যখন আপনার বাড়ি আগুনে ক্ষতি হলে বুঝতে হবে যে শনিদেব আপনার উপর ক্ষুণ্ণ্ আছেন৷ এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই শনিদেবকে তুষ্ট করার জন্য কোনও নিয়ম করুন৷
যদি আপনি নিজের কর্মক্ষেত্রে আরও উন্নতি চাইছেন তাহলে নিজের বাড়ির দক্ষিণ দেওয়ালে একটি ছোট লাল রঙের বাল্ব সর্বদা জ্বালিয়ে রাখুন৷
বাড়িতে নুন কখনও খোলা পাত্রে রাখবেন না কিন্তু স্নানগৃহে অবশ্যই কোনও খোলা পাত্রে নুন রাখুন৷
আপনার বাড়ি বা ব্যবসার স্থানে যতরকম দরজা আছে তার থেকে কোনওরকম শব্দ আসা উচিত নয়৷
আপনি যখনই বাড়িতে আসা কোনও ভিখারিকে দান করবেন তখন এই কথাটি মনে রাখবেন যে, প্রধান দরজা দিয়ে বাইরে যাবেন না ও ভিখারিকে দরজার ভিতরে আসতে দেবেন না৷ ভিক্ষাদানে সর্বদা লোহার পেরেক অবশ্যই দেবেন ও হলুদ কখনই দেবেন না৷
যদি আপনার হঠাৎ করে অনেক ক্ষতি হয়ে যায় তাহলে সর্বদা রান্নাঘরে বসে আহার করুন৷ ক্ষতি অবশ্যই কম হবে৷
আপনি নিজের বাড়ির খোলা স্থানে তুলসীর চারা লাগান৷ আর এই স্থানটি যদি বাড়ির মধ্যবর্তী স্থানে হয় তাহলে তা সেই বাড়ির জন্য খুবই শুভ সঙ্কেত৷