যে নারীর সন্তান কিছুতেই হচ্ছে না, অনেক চেষ্টা করেও তিনি বারবার ব্যর্থ হচ্ছেন, অনেক ডাক্তার বদ্যি করে করে ক্লান্ত হয়ে হতাশা নিরাশায় কালযাপন করছেন, তাঁর জন্য ভারতীয় তন্ত্রশাস্ত্রে হাজারো উপায় রয়েছে। এই সব উপায়ের থেকেই আমি সংগ্রহ করেছি বহু প্রামাণিত,কার্যকরী ও অভিনব কিছু উপায়, যেগুলি আমি আমার ব্লগগুলিতে
শিক্ষামূলক ও তথ্যমূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করে চলেছি। এই প্রবন্ধে, এমনি দুটি উপায় বা তন্ত্রটোটকার বিষয়ে লিখছি, আশা করি আমার ব্লগপাঠকদের ভালো লাগবে।
তন্ত্রে উল্লেখিত প্রথম উপায় বা টোটকার বিষয়ে এমনই বলা হয়েছে, যে নারী প্রথমে পুত্র সন্তান প্রসব করেছেন, সেই সন্তানের নাড়ী যদি কোনও নিঃসন্তান নারী কাটেন, তাহলে তিনি অবশ্যই সন্তানবতী হবেন ই হবেন। দ্বিতীয় উপায়টি এভাবে বর্ণিত হয়েছে, যে নারী প্রথমে পুত্র সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তানের দুধের দাঁত পড়বার সময় যদি কোনও সন্তানহীনা নারী, ওই দাঁত মাটিতে পড়বার আগেই সেটি সংগ্রহ করে, সেটিকে সাদা পরিষ্কার সূতি কাপড়ের টুকরোয় মাদুলীর মতো বেঁধে, কোমরে ধারণ করে স্বামী সহবাস করেন, তিনি অবশ্যই সন্তানবতী হবেনই, কোনও সন্দেহের অবকাশ নেই।