মাথা ব্যথা ভালো করবার মন্ত্র ও টোটকা
ওং নমো আদেশ গুরু কো, মেরি আধাসিসি বান্ধি পরে৷
প্যার খায়ে অউর শিরক বরে, ছুটে তো গুরু গোরখনাথ জাগে৷৷
উপরোক্ত মন্ত্রটি গ্রহণকালে ১০০৮ বার জপ করে সিদ্ধ করুন ও সাত বার রোগীকে সামনে বসিয়ে তার নিজের ডান হাতের আঙুল দিয়ে মাথাটি ধরতে বলুন ও আপনি নিজের ধুতি, রুমাল অথবা তোয়ালে নিয়ে মন্ত্রটি পড়তে-পড়তে কাপড়টি পাক দিতে থাকুন৷ যেমন যেমন কাপড়টি পাকানো হবে রোগীর মাথাব্যথা সারতে শুরু করবে৷ এই মন্ত্রটি অনেক রোগীর উপরে প্রয়োগ করা হয়েছে৷ এতে মাথাব্যথা খুব সহজেই ভালো হয়ে যায়৷
দাঁত ব্যথা ঝাড়ার মন্ত্র ও টোটকা
ওঁ কালী মহাকালী
কালা পীলা কীড়া গলাবে
দর্দ দাতো কা ফলানে কা জায়ে৷
উপরোক্ত মন্ত্রটি একটি শুভক্ষণে সিদ্ধ করার পর রোগীকে সামনে বসিয়ে নিমের দাঁতন দিয়ে ৪৯ বার মন্ত্র পড়ে ঝেড়ে দিলে দাঁত ব্যথা ভালো হয়ে যাবে৷ নিজের হাত দিয়ে তার চিবুক ধরে মন্ত্রটি প্রয়োগ করতে হবে৷ এটি ৪৯ বার পড়ে ফুঁ দিলে দাঁতের ব্যাথা আস্তে আস্তে কম হয়ে যাবে৷
গর্ভস্রাব অকালে গর্ভপাতের টোটকা
এই মন্ত্রটির প্রয়োগ মহিলাদের অপরিপক্বতা, ভয় অথবা রোগিণীর কারণে গর্ভপাত হয়ে গেলে (শিশু খারাপ হয়ে গেলে) নারকোলের একটি দড়ি নিয়ে সেই দড়িটি ফুঁ দিতে হবে৷ যে মাসে গর্ভপাত হবার আশঙ্কা থাকবে তার আগে নয় মাস নয় দিন গুনলে যত মাস প্রসবের শেষ দিন থাকবে, ততগুলি গিঁটদড়িতে বেঁধে ততবার ফুঁ দেবার পরে গর্ভবতী স্ত্রীর কোমরে বেঁধে দিন৷ এই বাঁধনটি যতদিন গর্ভধারণ থাকবে অর্থাৎ নয় মাস নয় দিন পর্যন্ত কোমরে বেঁধে রেখে দিতে হবে৷ এটি কম করে তিনমাস গর্ভধারণের পরে ধারণ করুন৷ এক অথবা দুই মাসে এটি ধারণ করা যাবে না৷ এই মন্ত্রটি পড়ে, আম গাছে দড়ি বাঁধলে আমের পুস্প খারাপ হয় না, বরঞ্চ পুষ্পগুলি বিভিন্ন উপায়ে সুরক্ষিত থাকলে গাছে ভালো ও উন্নতমানের ফল পাওয়া যায়৷
মন্ত্রটি নিম্নপ্রকার :
শ্যাম শুভ রাজ করে, উঠো হনুমান কে চেলে৷
রাজ করগ কা জগাই পর লঙ্কা বান্ধি,
আরব গরব বাঁধ চলে তো
নহি বন্ধে তো হনুমান তেরি দুহাই সে বন্ধ জায়ে৷৷
এই মন্ত্রটি গ্রহণ অথবা দীপাবলিতে হনুমানজিকে নিয়ম করে পূজা-পাঠ ও মালপোয়ার ভোগ দিয়ে সিদ্ধ করুন ও প্রতি দীপাবলীতে এই মন্ত্রটি পড়লে মন্ত্র চৈতন্য হয়ে সিদ্ধ হয়ে যায়৷ এতে সমান ভাবে সবার ভালো হয়ে থাকে৷ ভক্তদের ধর্ম করবার জন্য এই টোটকাটি অবশ্যই শিখতে হবে৷