১৷ শনিবারে বিকালে আপনি হনুমান চালিসা ১১ বার পাঠ করুন৷
২৷ আপনি নিজের ওজন অনুযায়ী কয়লা নিয়ে জলে প্রবাহিত করুন৷
৩৷ প্রত্যেক শনিবার শনিদেবকে তেল অর্পণ করুন৷
৪৷ নিজের ব্যবহার করা এক জোড়া চপ্পল কোনও গরিবকে একবার দান করুন৷
৫৷ কালো চপ্পল ও শুকনো নারকেল কোনও গরিবকে দান করুন৷
৬৷ শনিবার দিন সকালে নিত্যকর্ম ও স্নান ক্রিয়া ইত্যাদি সেরে নিজের শরীরের উচ্চতা অনুযায়ী কালো সুতো নিন ও একটি নারকেলে জড়িয়ে নিন৷ এটি পুজো করুন ও নদীর প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷
৭৷ সাতটি শনিবার কোনও নদীতে নারকেল প্রবাহিত করুন৷ নারকেল ভাসাবার সময় ‘ওঁ রামদুতয়া নমঃ’মন্ত্রটি জপ করুন৷
৮৷ শনিবার দিন নারকেল কালো কাপড়ে মুড়ে ফেলুন৷ ১০০ গ্রাম কালো তিল, ১০০ গ্রাম কলাইয়ের ডাল ও একটি পেরেকের সাথে প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷