মেয়েদের দ্রুত বিবাহের টোটকা / The trick of quick marriage of girls

যে মেয়ের বিয়েতে দেরি হচ্ছে তাকে এই নিয়মটি করতে হবে৷ সে যখন কোনও মেয়ের বিয়েতে যাবে তখন সেখানে মেয়েকে যদি মেহেন্দি লাগানো হয় তাহলে সেই মেহেন্দি তার হাত দিয়ে নিজের হাতে লাগিয়ে নেবেন৷ এই নিয়মের সাহায্য বিয়ের পথ প্রশস্ত হয়ে যাবে৷

বিবাহ যোগ্যা মেয়েরা সাদা খরগোশ পালন করুন এবং তাকে নিজের হাতে খাবার খাওয়ান৷ যদি জন্ম ছকে বুধের বাধা থাকে তাহলে খরগোশকে সবুজ ঘাস খাওয়ান৷

মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে বাড়ির অভিভাবকরা যখন কারোর কাছে যাবেন তখন সেই মেয়েটি চুল খুলে রেখে, লাল বস্ত্র ধারণ করে হাসিমুখে তাদেরকে মিষ্টি জাতীয় দ্রব্য প্রদান করুন৷ বিয়ে নিয়ে আলোচনা সফল হয়ে যাবে৷

শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার সাতটি কলা, সাতশো গ্রাম গুড় ও একটি নারকোল নিয়ে কোনও নদীর সামনে যান৷ ধারণ করা বস্ত্রের সাথে নদীতে একটি ডুব দিয়ে গোটা নারকোলটি মাথার উপর থেকে দেখিয়ে নিয়ে সেই নদীতেই প্রবাহিত করে দিন৷ এতে মনে রাখতে হবে যে, আপনি যে নারকোলটি প্রবাহিত করবেন সেটি যেন ফিরে না আসে৷ তারপর ভেজা বস্ত্রে অল্প পরিমাণে গুড় ও কলা চন্দ্রদেবের নামে অর্পণ করুন ও এই একই জিনিস সূর্যদেবের নামে অর্পণ করে নদীর ধারে রেখে চলে আসুন৷ অল্প গুড় প্রসাদ রূপে খেয়ে নিন ও অবশিষ্ট পাঁচটি কলা ও অবশিষ্ট গুড় কোনও গরুকে খাইয়ে দিন৷ কিছুদিন পর আপনি লাভবান হবেন ও আপনার বিবাহের পথ প্রশস্ত হয়ে যাবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *