শিশুর দীর্ঘ আয়ুর জন্য
শিশুকে জন্ম সময়ের নাম নিয়ে ডাকবেন না৷
পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুকে কাপড় চেয়ে পরান৷
তিন অথবা পাঁচ বছর বয়স পর্যন্ত মাথার চুল কাটাবেন না৷
তার জন্মদিনে অন্য শিশুদের দুধ খাওয়ান৷
শিশুকে কারোর কোলে দিয়ে দিন ও এটি বলে প্রচার করুন যে শিশুটি উক্ত ব্যক্তির ছেলে৷
ভয়কে দূর করবার জন্য
যদি আপনার বিনা কারণে সাপ-বিছা অথবা বন্য পশুর ভয় থাকলে বাঁশের শিকড় জ্বালিয়ে সেটিকে কানে ধারণ করলে ভয় ভীতি দূর হয়ে যায়৷ ময়ূরের পালক বাড়িতে রেখে দিলে সাপ বাড়িতে আসতে পারে না৷
মৃত্যুর আশঙ্কা থেকে বাঁচবার নিয়ম
কালো তিল ও জোয়ারের আটা তেলে ভালো করে মেখে একটি মোটা রুটি তৈরি করুন ও ভালোভাবে সেঁকুন৷ গুড় ও তেল মিশিয়ে যে ব্যক্তির মৃত্যুর আশঙ্কা থাকবে, তার মাথার উপর ৭ বার ঘুরিয়ে নিয়ে মঙ্গলবার অথবা শনিবার মহিষকে খাইয়ে দিন৷