মনের ইচ্ছেপূরণের জন্য দেবী দূর্গার উপাসনার একটি মন্ত্রের অবতারণা করব এই প্রবন্ধে, যে মন্ত্রটি, তন্ত্র পদ্ধতি অনুসরণ করে জপের ফলে, মনের ইচ্ছেগুলি অবশ্য পূরণ হবেই হবে। যদিও এই প্রবন্ধ, আমি তথ্যমূলক ও শিক্ষামূলক বিষয় হিসাবে আমার এই অতি প্রিয় ব্লগে সন্নিবেশিত করছি। আশাকরি পাঠকগণ উপকৃত হবেন।সকলেই তাঁর মনের ইচ্ছাগুলিকে অবশ্যই পূরণ করতে পারবেন।
মানুষের মনের ইচ্ছাগুলি বহুদিন ধরে জমা হয়ে থাকে। নানা ইচ্ছে , যেমন বাড়ি, গাড়ি, গয়না, টাকা, সম্মান, নাম যশ, প্রভাব, প্রতিপত্তি সহ নানা রকমারি ইচ্ছের পূরণ করবার জন্য মানুষ বড্ড উচ্চাকাঙ্খী হয়ে ওঠে। মানুষের এইসকল ইচ্ছেগুলি যাতে পূরণ হয়, সেই কারণে ভারতীয় তন্ত্র শাস্ত্রে নানা ইচ্ছে পূরণের জন্য বহু কার্যকরী মন্ত্রের বিধান ও ব্যখ্যা রয়েছে।
প্রতিদিন শুদ্ধমনে, শুদ্ধবস্ত্রে, শুদ্ধস্থানে একই সময়ে নিম্ন মন্ত্র জপ করতে হবে। প্রতিদিন পূর্ণ বিশ্বাস নিয়ে, নিম্নলিখিত মন্ত্র জপ করতে হবে ১০৮ বার করে। উত্তর বা পূর্ব মুখে ধূপ, প্রদীপ জ্বালিয়ে ও নিজের সামনে একটি জলচৌকির উপরে লাল রঙের কাপড় বিছিয়ে, তার উপর দেবী দুর্গার একটি চিত্র স্থাপন করে, চিত্রে রক্ত চন্দন, লাল ফুল বা জবা ফুল ও লাল মালা পড়িয়ে নিয়ে জপ শুরু করতে হবে। মোট ৯০ দিন অর্থাৎ ৩ মাস জপ চালিয়ে যেতে হবে। এর ফলে জপকারীর মনের সকল ইচ্ছাপূরণ অবশ্যই হবে, এমনটাই তন্ত্রশাস্ত্রে বর্ণিত হয়েছে।
প্রথমেই মনের ইচ্ছেটি, অর্থাৎ মনোকামনাটি সংকল্প করে নিতে হবে। শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু করতে হবে।
মন্ত্র : ” ওঁ হ্রীং দূর্গা দেব্যৈ নমঃ”