দেনা থাকে মুক্তি পাবার জন্য সর্বপ্রথম পাঁচটি সদ্য প্রস্ফুটিত লাল গোলাপ ফুল নিয়ে আসুন৷ এরপর দেড় মিটার সাদা কাপড় নিজের সামনে পেতে দিন৷ এই পাঁচটি গোলাপ ফুল গায়েত্রী মন্ত্র জপের সাথে বেঁধে দিন৷ এরপর আপনি নিজে গিয়ে গঙ্গা অথবা যমুনাতে প্রবাহিত করে আসুন৷ ঈশ্বর চাইলে বাড়িতে সুখ-সমৃদ্ধি ও শান্তির বাতাবরণ থাকবে৷ গায়েত্রী মন্ত্রটি দেওয়া হল:—
ওঁ ভূর্ভুবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ।।
নিজের ব্যবসা ও বাড়ি খারাপ নজর থেকে বাঁচাবার জন্য লোহার নাল বাড়িতে লাগিয়ে রাখুন৷ এর অর্থ হল নাল শুধুমাত্র ঘোড়ার হলেই ভালো৷ এরপর নালটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা উচিত৷ যদি ব্যবসাস্থল ও বাড়ির মুখ পূর্বদিকে থাকে তাহলে রবিবার ও পশ্চিমদিকে থাকলে শুক্রবার দিন লাগান৷ এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে যে নালের খোলা মুখটি যেন নীচের দিকে থাকে৷
রবিবার দিন গঙ্গাজল নিয়ে আসুন৷ তাতে ২১ বার গায়েত্রী মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে নিন,তারপর সেই জলটি কার্যালয় অথবা দোকানের চারটি দেওয়ালে ভালো করে ছিটিয়ে দিন৷ এরপর অল্প গোটা কালো মুগ ডাল নিয়ে তাতে ৩১ বার নিম্ন মন্ত্রের জপ করুন ও কার্যালয় ও দোকানের চারদিকে ছিটিয়ে দিন৷ এই ক্রিয়াটি করলে দোকানের বিক্রি নিরন্তর বাড়তে থাকবে৷ এই তান্ত্রিক ক্রিয়াটি অনেক বার করতে হবে৷ মন্ত্রটি নিম্নরূপ:—
ভম্বর ঐয়ীর তু চেলা মেরা৷
খোল দুকান কহা কর মেরা৷৷
উঠে যো ডন্ডি, বিকে যে মাল৷
ভম্বর ঐয়ীর সো করে নিহাল৷৷