ব্যবসা ও অর্থ উপাজর্নের মন্ত্র / The mantra of business and money making

এই মন্ত্রটি জপ করা খুব সহজ এবং নিয়মিত ভাবে সাধনা করাও  খুব সহজ, নিয়মিত ভাবে, সঠিক ভাবে জপ করলে, সুফল পাওয়া অবশ্যম্ভাবী। সকালে, যখন ঘুম থেকে উঠে, কারো সাথে আলাপ না করে  বা কথা না বলে, আপনি আপনার বিছানায় উত্তরদিকে মুখ করে বসবেন এবং ১০৮ বার মন্ত্রটিকে জপ করবেন, ধ্যানের মত বসে, একই ছন্দে মন্ত্রটি জপ করবেন।

জপ সংখ্যা রাখতে, নকুলদানা ব্যবহার করবেন।  ১০৮ টি নকুলদানা একটি কাঁচের বোতলে রাখবেন। যখন জপ করবেন, তখন দুটি কাঁচের বা পাথরের বাটি সামনে নিয়ে নেবেন। একটি বাটিতে ১০৮টি নকুল দানা থাকবে, অপর বাটি খালি থাকবে। একবার জপ করে, একটি নকুলদানা খালি বাটিতে রাখবেন। ১০৮ বার জপ হয়ে গেলে আগের খালি বাটিটি ভর্তি হয়ে যাবে। উদাহরণ, মন্ত্র (১) … মন্ত্র (২) … মন্ত্র (৩) থেকে মন্ত্র (১০৮) আবার জপ হয়ে গেলে নকুলদানা গুলি বোতলে ভরে রাখবেন।

জপ করবেন, আত্মবিশ্বাসের সাথে। যখন জপ শেষ হবে, তখন কারো সাথে আলাপ না করে আপনি ছাদে যাবেন এবং একের পর এক করে আপনি ছাদের চার কোণে চলে যাবেন, তারপর এই মন্ত্রকে ১০ বার বলে একটি কোনে ফুঁ দেবেন। এইভাবে প্রতি কোনে ১০ বার করে বলে ও ফুঁ দিয়ে ছাদ থেকে নেমে আসবেন। প্রতিদিন এই তন্ত্র ও মন্ত্র অনুশীলন করলে, আপনার আর্থিক সমস্যা অদৃশ্য হয়ে যাবে!

মন্ত্র : ” ওঁ নমো ভগবতী পদ্ম পদ্মাবতী ওঁ হ্রীং শ্রীং ওঁ পূর্বায় দক্ষিণায় পশ্চিমায় উত্তরায় আন পুরয় সর্বজন বশ্যং কুরু কুরু স্বাহা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *