নক্ষত্র অনুযায়ী পরজীবীর প্রয়োগ / Application of parasites according to stars

অশ্লেষা: পরজীবী তন্ত্র সোমবার দিন অশ্লেষা নক্ষত্রে করা হলে বিশেষ ভাবে কার্যকরী হয়৷

প্রথম প্রয়োগ: হরিতকির গাছের শিকড় খুঁজে নিয়ে রবিবার সন্ধ্যায় সেটিকে আমন্ত্রণ জানিয়ে আসুন এবং পরের দিন সোমবার অশ্লেষা নক্ষত্রে সকালে বিধিসম্মত ভাবে বাড়িতে আনুন৷ বিধিসম্মত পুজোর পরে এই শিকড়টিকে সিন্দুক ও গহনার বাক্সে রেখে দিলে বাড়িতে অর্থ-সম্পদ বৃদ্ধি ও মা লক্ষ্মীর নিবাস হয়ে থাকে৷ মা লক্ষ্মীর কৃপা পেতে এই শিকড়টিকে সর্বশ্রেষ্ঠ শিকড় বলা হয়েছে৷ এরসঙ্গে এটাও মনে রাখতে হবে যে, সমস্ত প্রয়োগ সূচি-শুদ্ধ ও গোপনীয়তার সাথে করা উচিত৷ প্রচার ও অনাস্থার সাথে করা প্রয়োগ বিফলে যেতে পারে৷

দ্বিতীয় প্রয়োগ: অশ্লেষা নক্ষত্রে অর্জুন গাছের ছাল ছাগলের শুদ্ধ মূত্র দ্বারা প্রলেপ করুন৷ এরপর এই প্রলেপটি মনোবাঞ্চিত ব্যক্তির মাথায় ছিটিয়ে দিলে সেই ব্যক্তি অন্যের প্রতি আকর্ষিত হয়ে যায়৷

যদি কখনও অশ্লেষা নক্ষত্রে অষ্টম শনি অথবা মঙ্গলের অবস্থান হয় তাহলে এরকম যোগসূত্রে অর্জুন গাছের ছাল নিয়ে বাড়িতে রাখুন৷ এরসঙ্গে পদ্ম ফুলের শিকড়, শতমুলা ও ডালিম এই তিনটির রস বার করে একসাথে মিশিয়ে ঘোল তৈরি করুন৷ এই রসাত্মক ঘোলটি ব্যবহার করলে ভূমিতে অবস্থিত ধন-সম্পদ নিজে থেকেই দেখা যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *