দীপাবলীর ৫ টি অত্যন্ত সরল ও কার্যকরী টোটকা / 5 very simple and effective tips for Diwali

দীপাবলীর রাত্রে সমস্ত অসুরীয় শক্তির প্রভাব থাকে৷ এইজন্য উক্ত দিনে কোনও সাধনা করা হলে সেটা সফল হয়৷ এই দিনে বাধা সৃষ্টি করা শক্তি প্রভাবশালী হয় না৷ এখানে আমি এমন কিছু নিয়ম সম্বন্ধে বলতে চলেছি যা করলে আপনার পরিশ্রম কম হবে ও আশানুরূপ ফল পাবেন৷ আপনি যেকোনও একটি বা সব নিয়মও করতে পারেন৷

(ক) দীপাবলীর দিন সূর্যোদয়ের সাথে পরের দিন সূর্যোদয় পর্যন্ত প্রদীপ জ্বালান৷

(খ) পদ্ম ফুলের মালা নিয়ে রাত্রিতে ‘ওঁম কমলায়ে নমঃ’ এই মন্ত্রটির ৪১ বার মালা জপ করুন৷

(গ) দীপাবলীর দিন ব্রহ্মচর্য পালন করে রাত্রিতে মহালক্ষ্মী স্তোত্র, বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনাম ইত্যাদি পাঠ করুন৷

(ঘ) লক্ষ্মী পুজো করে সিন্দুকে ৫ টি পদ্ম পাতা, ১ টি গোটা হলুদ, অল্প পরিমাণে গোটা ধনে, গোটা সুপারি ও ১ টি মুদ্রা রাখুন যা সারা বছর থাকবে৷

(ঙ) দীপাবলীর রাত্রি কাটবার পরে সূর্যোদয়ের আগে বাড়িতে ঝাড়ু দিয়ে বাড়ির বাইরে সমস্ত নোংরা ফেলে দারিদ্রতা দূর করুন৷ এই কার্যটি অন্ধকারে গোপনীয় ভাবে করুন৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *