প্রবালে গর্ত থাকলে সেটি জীবনসাথীর জন্য প্রাণনাশক হতে পারে৷
প্রবালে কালো দাগ বা ছোপ থাকলে ধারণকর্তার স্বাস্থ্যের ক্ষতি হয়৷
প্রবালে সাদা দাগ বা ছোপ থাকলে অর্থের নাশ হয়ে থাকে৷
ছাই ছাই রঙের সমান প্রবাল ধারণ করলে অকস্মাৎ অর্থহানি, চুরি ছিনতাই ইত্যাদিতে অর্থ নাশ হয়ে থাকে৷
যে প্রবালের একদিক কাটা থাকে, এই জাতীয় প্রবাল সন্তানদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে৷
ভাঙা প্রবাল ধারণ করলে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হবার আশঙ্কা থাকে৷
দুই বা দুয়ের বেশি প্রবাল ধারণ করলে অর্থ-সম্পত্তি বিষয়ে ক্ষতি হবার আশঙ্কা থাকে৷