জীবনে কিছু দরকারী টোটকা / Some Effective Totka in Daily Life

ছুঁচো বাড়িতে বাসা করলে মেজে গর্ত হয়ে যায়৷ দিনে আপনি মাটি দিয়ে আটকাবেন পুনরায় রাত্রে আবার ছুঁচো মাটি বাইরে বার করে দেবে৷ এমত অবস্থায় বাড়ির স্ত্রীরা নিজের মাথার চুল এক সপ্তাহ পর্যন্ত একত্রিত করুন৷ কৃষ্ণ পক্ষের মঙ্গলবার গর্তটিকে উক্ত চুল দ্বারা আটকে দিন৷ এরূপ করলে ছুঁচো মরে যাবে অথবা সে আপনা হতে চলে যাবে৷

শুক্ল পক্ষের রবিবারে কালো ঘোড়ার আগের পায়ের নাল নিয়ে সেটি গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলুন৷ এবার এটিকে দোকান অথবা বাড়ির দরজায় লাগিয়ে দিন৷ এরূপ করলে অর্থাগম হতে শুরু করবে৷ এটিকে বাড়ির আলমিরাতে রেখে দিলে বস্তুর বৃদ্ধি হতে শুরু করবে৷  

সাপ ও নেউলের লোমকে একসাথে জ্বালিয়ে নিয়ে গুগ্গলের ধুনি দিয়ে যে দুজন ব্যক্তির মাঝখানে রাখবেন তাদের মধ্যে পারস্পরিক বৈষম্যতার সৃষ্টি হবে৷

নিজের মায়ের নাম একটি ভূজ্যপত্রে লিখে মাথার তলায় নিয়ে শুয়ে পরলে কখনো স্বপ্ণদোষ জনিত রোগ হবে না৷

‘মো নো রোতি তাঃ কাঃ লী ও গো  মিলি’ এই মন্ত্রটি নিশ্ছিদ্র ভূজ্যপত্রের উপর লিখে তিনবার পাঠ করে কোমরে বেঁধে শুয়ে পরলে কখনো স্বপ্ণদোষ হবে না৷

ভেড়ার মল, ও তার কোমরের হাঁড় পাশাপাশি রাখলে মৃগীরোগ কখনো হবে না৷

৭ গ্রাম ওজনের একটি আসল হিং-এর টুকরো একটি কাপড়ে বেঁধে সেলাই করে গলায় পরলে মৃগীরোগ থাকায় মুক্তি পাওয়া যায়৷

যদি ডান নাক থেকে রক্ত পরে ও বাম পা ও নাক থেকে রক্ত পরলে, ডান পায়ের ছোট আঙুলে টাইট করে একটি সুতো বেঁধে দিন, রক্ত পরা বন্ধ হয়ে যাবে৷

সূর্যগ্রহণের দিন স্নান করে পূর্বদিক থেকে শাঁখামুটির শিকড় এনে তার যন্ত্র বানিয়ে গলায় পরলে স্মরণশক্তি বৃদ্ধি পায়৷

উত্তর দিক থেকে আকন্দ ফুলের শিকড় রবিবারে নিয়ে আসুন৷ লাল শালুতে বেঁধে জোড়া পায়ে বেঁধে দিলে এই রোগটি নির্মূল করা যায়৷

পেঁয়াজের মালা গলায় পরলে প্লীহা রোগ সেরে যায়৷

কালো ধুতরা ফুলের শিকড় ৭ আঁটি কোমরে বেঁধে দিলে অর্শরোগ সেরে যায়৷

শুকনো আদার শিকড় সন্তানসম্ভবা স্ত্রীর গুপ্তাঙ্গে রেখে দিলে সুখপূর্বক প্রসব হয়৷   

বাঁশের শিকড় স্ত্রীর কোমরে বেঁধে দিলে সুখপূর্বক প্রসব হয়৷

অনুরাননের মূলের সাতটি টুকরো ও সাতটি পাতা প্রসূতির কোমরে বেঁধে দিলে প্রসব সুখপূর্বক হয়৷

কালো সর্পের দাঁত স্ত্রীর গলায় পরিয়ে দিলে প্রসব সুখপূর্বক হয়৷ 

You may also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *