জঙ্গলে গিয়ে যে গাছে অমর বেল থাকবে সেই গাছটিকে সাতবার পরিক্রমা করে অমর বেল যুক্ত একটি কাঠ নিয়ে আসুন, তারপর সেই কাঠটি জ্বালিয়ে ফেলুন ও পাতাগুলি মাথার কাছে রেখে শুয়ে পড়ুন৷ স্বপ্ণের দ্বারা আপনি ভবিষ্যতের কথা জানতে পারবেন৷
পূর্ণিমা তিথিতে কণ্টাকীট ফুলের বীজ নিয়ে সেটি হাতে অথবা মাথায় ধারণ করলে সব রকমের বিপদ থেকে মুক্তি পাওয়া যায়৷ এই ক্রিয়াটি ২ বার অবশ্য করুন৷
গোমূত্র, সেকোবিষ, গন্ধক এর চূর্ণ তৈরি করে আগুনে ধুনো দিলে সমস্ত সঙ্কট আর বিপদ দূর হয়ে যায়৷
বাঁদরের হাড় নিয়ে ধূপ-প্রদীপ দিয়ে গ্রামের বাইরে পুঁতে আসুন৷ এরপর এটিকে প্রতিদিন পূজা করুন৷ প্রদীপে রেড়ির তেল দিয়ে বাড়িতে জ্বালালে ভুত-প্রেত দেখা যায়৷
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ভরণী নক্ষত্রে চার কলসি জল ভরে জঙ্গলে যান৷ জলভরা তিনটি কলসি জঙ্গলে রেখে শেষ কলসির জলটি তিনটি কলসির চারপাশে ছড়িয়ে খালি কলসিটি নিয়ে চুপচাপ বাড়ি চলে আসুন৷ খালি কলসিটি বাড়ির এক কোণায় রেখে প্রতিদিন পুজো করলে সেই ব্যক্তির উপর লক্ষ্মী প্রসন্ন হয়ে বাড়িতে অবস্থান করেন৷