চাকরি পাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী যন্ত্রম / Very Powerful Yantram For Getting a Job

চাকরি লাভের অতি শক্তিশালী যন্ত্রম সম্পর্কে এই প্রবন্ধে আমি লিখছি।পড়াশোনা শিখেও ভালোভাবে চাকরি না জোটাতে পেরে অনেকেই খুবই নিরাশা ও হতাশায় দিন কাটান।আমাদের সমাজে শিক্ষিত ছেলেমেয়েরা অহরহ এই সমস্যার শিকার।চাকরির সন্ধানে নানাস্থানে চেষ্টা করেও চাকরি না পেয়ে হতাশার অন্ধকারে তাঁরা ডুবে থাকেন। এই প্রবন্ধে আলোচিত যন্ত্রমটি সেই হতাশার অবসান ঘটাতে বিশেষ পারঙ্গম।

আমার মহামান্য তান্ত্রিক গুরুমহাশয়ের কাছ থেকে এই অসামান্য যন্ত্রমটির সম্বন্ধে শিখে পরবর্তীতে আমি বহু মানুষকে এই যন্ত্রমের মাধ্যমে উপকার করেছি। যন্ত্রমটি অতীব শক্তিশালী সে বিষয়ে নিশ্চিত হয়েই বলছি, এই যন্ত্রমটি সঠিকভাবে তৈরি করে ধারণ করলে, চারি পাবার উপায় অবশ্যই হয়ে থাকে।

এই যন্ত্রমটি বাংলাদেশের তান্ত্রিক বংশ থেকে সম্ভবত আমার শ্রদ্ধেয় গুরুদেব সংগ্রহ করেছিলেন, এবং আমার ব্লগের সকল পাঠকদের উন্নতিকল্পে এটির সম্পর্কে তথ্য আমি অকপটে প্রকাশিত করছি। যন্ত্রমটি অতীব প্রাচীন এবং অতীব কার্যকরী একটি চাকরি লাভের যন্ত্রম ই শুধু নয়, এটির আরো নানা কার্যকারিতা রয়েছে। সে সম্পর্কে অন্য প্রবন্ধে পরবর্তীতে আমি আলোচনা করব। বহু চেষ্টা করেও চাকরি না পেলে এই যন্ত্রমটি বর্ণনা অনুসারে তৈরি করে ধারণ করে দেখতে পারেন।আশাকরি ভালো ফল পেতে পারেন।

শুভদিনে শুভক্ষনে শুক্লপক্ষে সকালবেলায় স্নান ধ্যান করে, শুদ্ধাসনে উত্তর মুখে বসে, ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে নিয়ে যন্ত্রমটি ভুজ্যপত্রের উপরে যে কোনো মন্দিরের জাগ্রত মা কালির পূজা করা আলতা দিয়ে, আঁকতে হবে।যন্ত্রমটি আঁকা হয়ে গেলে মা কালী বা মা দূর্গার উদ্দেশ্যে পঞ্চোপচারে যন্ত্রমটিকে পূজা করতে হবে। পূজা সমাপনের পর মন্ত্রটি ১০০৮ বার জপ করতে হবে। পূজার সংকল্পের সময় “চাকরি অবশ্যই এবং শীঘ্রই যেন পায়” এই কামনার মাধ্যমে সংকল্প করতে হবে। এইভাবে সংকল্প করে ১০০৮টি বেলপাতা সহকারে হোমযজ্ঞ করতে হবে।

সব নিয়ম পালন করার পর রূপা বা তামার মাদুলিতে ভরে মাদুলীর মুখটা ভালোভাবে মোম দিয়ে এঁটে পুরুষেরা ডানহাতে, মেয়েদের বাম হাতে ধারণ করতে হবে।

মন্ত্র : ” ওঁ দুর্গে দুর্গে রক্ষনী স্বাহা “


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *