বাড়ির ভিতরে খারাপ নজর থেকে রক্ষা পেতে আপনি গোলমরিচের সাহায্য বশীকরণ করে লাভবান হতে পারেন৷ গোলমরিচের ৭ থেকে ৮টি দানা নিয়ে সেটিকে ঘরের কোনও কোণায় একটি প্রদীপে রেখে জ্বালিয়ে দিন, এই নিয়মটি করলে বাড়ির উপর খারাপ প্রভাব নষ্ট হয়ে যাবে৷ যদি আপনার বাড়িতে ঝগড়া বা কলহ ক্রমাগত হতে থাকে তাহলে এই নিয়মটির সাহায্য আপনি লাভবান হতে পারেন৷ বাড়িতে কলহ নেতিবাচক প্রভাবের কারণে হয়ে থাকে, বাড়িতে নেতিবাচক প্রভাব দূর করবার জন্য এই নিয়মটি করুন৷
এছাড়া আপনি ৫ গ্রাম হিং, কর্পূর ও ৫টি গোলমরিচের দানা নিয়ে এটিকে বেটে নিয়ে গোল্লা তৈরি করে নিন৷ এবার এই গোল্লাগুলি সকাল সন্ধে জ্বালান৷ এই নিয়মটি প্রতিদিন ৩দিন পর্যন্ত করতে হবে৷ এই নিয়মে নজর দোষ সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে৷ এই গোল্লাগুলি সেবন করলে মনোবাঞ্চিত লাভ পাওয়া যায়৷ যদি শত্রু আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় বা সে আপনার জীবনে খারাপ প্রভাব বিস্তার করে, তাহলে গোলমরিচের এই নিয়মটি দীপাবলীর দিন করুন৷ দীপাবলীর দিন গোলমরিচের কিছু দানা নিয়ে বাড়ির সকল সদ্যসদের উপর থেকে ঘুরিয়ে নিয়ে ‘ওঁ ক্লিং’ এই বীজ মন্ত্রটি উচ্চারণ করে বাড়ির দক্ষিণ দিকে ফেলে দিন৷ এই নিয়মটি করলে শত্রু কোনও ক্ষতি করতে পারবে না বা করার চেষ্টা করলেও সে সফল হবে না৷