গায়েত্রী মন্ত্র জপ করে রোগ থেকে রক্ষা / Chanting Gayatri mantra protects from disease

আমাদের শাস্ত্রে গায়ত্রী মন্ত্রকে বীজ মন্ত্র বলা হয়েছে৷ বলা হয় গায়ত্রী মন্ত্রের সংযোগের ফলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সঞ্জীবনী মন্ত্রের রূপে পরিবর্তিত হয়েছে৷

গায়ত্রী মন্ত্র :  ‘ওঁ ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং

     ভর্গোদেবস্য ধীমহি ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ’

এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী ও চমৎকারী হয়ে থাকে৷ এই মন্ত্রের সাহায্য অনেক রোগের চিকিৎসা করা হয়৷ গায়ত্রী মন্ত্রের অনুষ্ঠান এমন একটি কাজ যাতে মানুষের ভিতরে দিব্য শক্তির উদ্ভব হতে থাকে, তারফলে মানুষের রোগ নাশ হয়৷ যে সকল ব্যক্তি নিজে অনুষ্ঠান করতে অসমর্থ হন, তারা কোনও বিদ্বান পুরোহিতকে দিয়ে এই কাজটি করে নিতে পারেন৷

একটি নিশ্চিত সংখ্যায় গায়ত্রী মন্ত্রের জপ করলে আপনিও রোগমুক্ত হতে পারেন৷ যদি শিশু দুধ না খায় তাহলে গায়ত্রী কবচের পাঠ করতে করতে শিশুকে জল খাওয়াতে থাকুন৷ সে শীঘ্রই দুধও খেতে শুরু করে দেবে৷

জন্ডিস রোগগ্রস্ত শিশুদের রোগ নিবারণের জন্য গায়ত্রী কবচ দিয়ে জল অভিমন্ত্রিত করে নিন ও এই জলে শিশুর চোখটি ধুয়ে নিন৷ এভাবে পাঁচ অথবা সাত অথবা এগারো দিন পর্যন্ত করুন৷ এরসঙ্গে গায়ত্রী মন্ত্র দ্বারা মন্ত্রিত জল রোগীকে খাওয়াতে থাকেন৷ মা গায়ত্রীর কৃপাতে শিশুটি শীঘ্রই সুস্থ হয়ে যাবে৷ এরসঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে থাকুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *