আজকের বর্তমান যুগে ব্যক্তিদের অদম্য ইচ্ছা থাকে যে, তিনিও বাহন সুখ প্রাপ্তি করবেন৷ এখানে আমি এমন কিছু জ্যোতিষীয় যোগ নিয়ম বলতে চলেছি যা করলে আপনি বুঝতে পারবেন আপনার জন্ম ছকে বাহন সুখ আছে কিনা ? এই যোগটি দেখার প্রয়োজন এই কারণে হয় যে, অনেকবার এমনও দেখা গেছে যে, কোনও ব্যক্তি বাহন ক্রয় করে থাকেন কিন্তু তার জন্মছকে বাহন সুখ নেই,এমতাবস্থায় সে বাহন নিজের কাছে বেশিদিন রাখতে পারে না৷ সেইজন্য আপনি নিম্ন যোগের মাধ্যমে আপনি জন্মছকে বাহন সুখ দেখতে পাবেন৷ যদি আপনার জন্মছকে বাহন সুখ না থাকে তাহলে কোনও অন্য ব্যক্তির নামে বাহনটি ক্রয় করুন, যার জন্মছকে বাহন সুখ থাকবে৷ এখানে বিশেষ যোগের বিষয়ে আলোচনা করা হচ্ছে—
চতুর্থে ঘরের অধিপতি শনি, গুরু ও শুক্রের সাথে নবম ঘরে অবস্থান করলে ও নবম ঘরের অধিপতি কোনও কেন্দ্র অথবা ত্রিকোণে থাকলে বাহন সুখ প্রাপ্তি হয়৷
দ্বিতীয় ঘরের অধিপতি লগ্ণতে থাকলে ও দশম ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করলে ভালো বাহনের অধিকারী হওয়া যায়৷
চতুর্থ ও নবম ঘরের অধিপতি একাদশ ঘরে থাকলে অথবা এই দুটি গ্রহ চতুর্থ ঘরে দেখা গেলে ভালো বাহনের অধিকারী হওয়া যায়৷
সুখের ঘর অর্থাৎ চতুর্থঘরের অধিপতি একাদশ ঘরে ও একাদশ ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করলে অথবা চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরে ও নবম ঘরের অধিপতি চতুর্থ ঘরে অথবা চতুর্থ ঘরের অধিপতি দশম ঘরে ও দশম ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করলে বাহন প্রাপ্তি অবশ্যই হয়ে থাকে৷
চতুর্থ ঘরের অধিপতি কেন্দ্রতে অবস্থান করলে ও সেই কেন্দ্রের অধিপতি লগ্ণতে অবস্থান করলে বাহন সুখ প্রাপ্তি হয়৷