মাঘ মাসের কৃষ্ণপক্ষতে ১৩ তম রাত্রিতে উটের হাড় নিয়ে নিমন্ত্রণ দিয়ে পরের দিন রাত্রিতে ধূপ দিয়ে পুজো করুন৷ এরপর জল দিয়ে ধুয়ে কুমকুম, চন্দন ইত্যাদি লাগিয়ে মনোবাঞ্চিত বস্তুর কামনা করলে সেই ইচ্ছা পূর্ণ হয়৷
গরুর বাম সিঙের আংটি বানিয়ে বা হাতের কনিষ্ঠা আঙুলে পড়লে মৃগী রোগ কখনো হয় না৷
হথর্ন মূলের মালা ধারণ করলে যকৃৎ ও প্লীহা রোগ শীঘ্র ঠিক হয়ে যায়৷
যে ব্যক্তির বেশি হেঁচকি আসে তাকে যদি হঠাৎ করে চমকানো যায় তাহলে তার হেঁচকি বন্ধ হয়ে যাবে৷
হেঁচকি আসা ব্যক্তির মুখে হঠাৎ জলের ছিটা দিলেও হেঁচকি আসা বন্ধ হয়ে যায়৷
যে ব্যক্তি কারোর সাথে প্রেম করার ফলে পাগল হয়ে যায়, তাকে বিছার হুল, কুকুরের নখ ও কচ্ছপের নখ নিয়ে উটের চামড়ায় মোড়ক করে তাবিজের মতো করে গলায় বেঁধে দিলে তার পাগলামি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায়৷